সোহরাব হোসেন সবুজ, নলতা : জেলাব্যাপী কঠোর লকডাউনে বিধিনিষেধ যথার্থ পালনে কালিগঞ্জের নলতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার নলতা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নীর্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সহ পুলিশের চৌকস ফোর্স। নলতা এলাকায় এই অভিযান চালিয়ে মানুষকে সচেতন করা, ঘরমুখো করা সহ বিধি ভঙ্গ করায় দোকানীকে জরিমানাও করা হয়েছে বলে জানা যায়। এ সময় ২ জন দোকানদার কে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা যায়।তবে, স্থানীয় সচেতন মহলের দাবী অত্র এলাকায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে বেশি বেশি নজরদারি ও কঠোর অবস্থানে থাকতে হবে। তাহলে জনসাধারণ আরো সচেতন হবে এবং করোনার মহামারী অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে আশাবাদী সচেতন মানুষ।

