সমাজের আলো : ধানক্ষেতে গলাকাটা অবস্থায় পাওয়া শিশু সিয়ামের (৭) হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মাথায় গতকাল মঙ্গলবার শাহাজাহানপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মালতি বেগম (৫২) শাহাজাহানপুর থানার পলিপালাশ গ্রামের মুসলিম উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, মালতি বেগম সম্পর্কে নিহত সিয়ামের নানি। তিনি জানান, ঘটনার দুই সপ্তাহ আগে সারিয়াকান্দিতে সিয়ামের খালার বাড়িতে তার মা সাবিনার সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। এরপর তারা একসঙ্গে তেতলাগাড়িতে নিজ বাড়িতে যায়। সেখানে সাবিনার ভাই মমিনের জমজ বাচ্চাদের দত্তক নিয়ে চান মালতি। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্যে হয়। এতে মালতি ক্ষিপ্ত হয়ে সাবিনার ছেলে সিয়ামের ক্ষতি করার পরিকল্পা করেন।

