সমাজের আলো: সংরক্ষিত নারী কাউন্সিলর রোকছানা আহমেদ রোজী বিউটি পারলারের আড়ালে দেহ ব্যবসা করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকছানা আহমেদ রোজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পারলারের এক কিশোরকে ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে ওই নারী কাউন্সিলরসহ আরও দুই-তিনজনকে আসামি করে আজ মঙ্গলবার দুপুরে মামলা করা হয়। গাজীপুর মহানগর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ওই কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পারলারে দীর্ঘদিন ধরে এসব চলছে বলে অভিযোগে বলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ বিউটি পারলার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করেছে। ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অংকের বেতনের আশ্বাসে কাউন্সিলর রোকছানা আহমেদ রোজী তাকে পারলারে চাকরি দিয়েছিলেন। পরে তাকে পারলারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নেত্রকোনার এই কিশোরীর গাজীপুরে কোনো স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

