সমাজের আলো: বয়স বিশ কি বাইশ। এ বয়সেই মাহবুব ইসলাম ওরফে কাটার রাসেল (২০) ও হৃদয়ের (২২) রয়েছে একাধিক কিশোর গ্যাং। তারা নিজেদের নিরাপত্তায় কোমরে রাখতো বিদেশি পিস্তল। গ্যাংয়ের সদস্যদের নিয়ে এলাকায় দাপট দেখিয়ে চলতো তারা। এলাকার মানুষজনও ভয়ে প্রতিবাদ করতো না। সম্প্রতি কলেজছাত্রকে খুনের পর ফিল্মি স্টাইলে গা ঢাকা দিয়েছিল তারা’— বলছিলেন র‍্যাব-১’র অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল।

রাজধানীর উত্তরখানে কলেজছাত্র খুনের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুজনকে গ্রেফতারের পর এসব তথ্য পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন র‍্যাব-১’র অধিনায়ক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *