যশোর প্রতিনিধি : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে জাতীয় পার্টি। আজ সকাল ১১টায় জাতীয় পার্টির জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় নেতা জহিরুল হক জহির, শরিফুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে চলেছে। এরফলে প্রতিদিনই কোন না কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে শুল্ক রেয়াত দিলেও তার প্রভাব নেই বাজারে। মূলত ব্যবসায়ীরা অধিক লাভবান হতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বাড়িয়ে চলেছে। এ অবস্থায় সব শ্রেণী পেশার মানুষ আয়ের সাথে ব্যয়ের সংগতি রাখতে পারছেন না। দ্রব্যমূল্যের এ গতি রুখতে না পারলে সমাজে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে। এজন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

