রবিউল ইসলামঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাংবাদিক ও নীলাকাশ বার্তা এর সম্পাদক মোঃ নুরুজ্জামানের বাড়ি থেকে কৃষি জমিতে পানি উত্তোলন করা মোটরের ১২শত টাকার তার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় মাদকাসক্ত বখাটেরা উক্ত তার চুরি করতে পারে। শুধু তাই নয় সাংবাদিক মোঃ নুরুজ্জামানের পিতার লাগানো কৃষি জমি থেকে দেশী কলার কান্ধি চুরি করছে। এলাকা বাসি চোর আতংকে ভুগছে। চোর আতংকের কারনে কৃষি উৎপাদনে ক্ষতি হচ্ছে বলে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, স্থানীয় কিছু বখাটে যুবক মাদক সেবনের সাথে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা জোগাড় করতে তারা চুরির পেশায় ঝুঁকে পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি বলেন, নুরনগর বাজারে চায়ের দোকানগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে, বখাটে যুবকেরা দৈনিক ৫০ থেকে ১শত টাকা পরিমাণ সিগারেট খায়, তবে তাদের কোন আয় নেই, নেই কোন কর্ম বা বাপের জমিদারি। এর পরেও মাসে ২-৩ হাজার টাকার সিগারেটের বিল পরিশোধ করা লাগে আর এসব টাকা সংগ্রহ করতে এলাকায় রাতের আধারে চুরি করে এলাকায় আতংক সৃষ্টি করছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামানা করছেন সাধারণ মানুষ।

