সমাজের আলো: লালমনিরহাটের আদিতমারীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছে প্রেমিক আবুল হোসেন কালামের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে গ্রেপ্তার প্রেমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার হওয়া আবুল হোসেন কামাল কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশ্বরকোল গ্রামের আজিজার রহমান চাকুর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার টেপা পলাশী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় উত্ত্যক্ত করত আবুল হোসেন কামাল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিক বার বলা হলেও আচরণ সংশোধন করেনি কামাল। পরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আবুল কালাম।

