সমাজের আলো: অপহরণ মামলায় এক গৃহবধূকে উদ্ধারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরার কলীগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় গৃহবধূরকে।
আটককৃতরা হলো হলেন, কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের মনিরুল ইসলাম (১৮) এবং তার পিতা ইয়াছিন মল্লিক (৫০)। ভিকটিমসহ আকটকৃতদের তারাগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী বরাতী পালপাড়া গ্রামের তিন সন্তানের জননীর (৩৫) সাথে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কালিগঞ্জ উপজেলা
কাশিশ্বরপুর গ্রামের মনিরুল ইসলাম (১৮)। এরই সূত্রধরে গত ৭ জুন ওই গৃহবধূ মনিরুলের কাছে চলে আসে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশ কালিগঞ্জ থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে গৃহবধূকে উদ্ধার করে । এ সময় আটক করা হয় মনিরুল ও তার পিতা ইয়াছিন মল্লিককে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

