সমাজের আলো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় পরানদহা ব্যাংক এশিয়ার হল রুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবনুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলাম বারী। সভায় সভাপতিত্ব করেন পরানদহা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান। উক্ত দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সরদার আবু সাইদ, কছিম উদ্দিন, ডাঃ নুর ইসলাম, ইয়াছিন আলী পলাশ, সাদ্দাম হোসেন, মহাদেব সরকার, মাসুদ রানাসহ আরো অনেক নেতা কর্মী বৃন্দ।

