সমাজের আলোঃ সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে এক সাধারণ সভায় কন্ঠভোটে আগামী ১ বছরের জন্য মোঃ সাইদুর রহমান কে সভাপতি, ইয়াছিন আলি(পলাশ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাকক্ষে এ সাধারণ সভায় সাবেক কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সাধারন সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজহারুল ইসলাম, সাংবাদিক সরদার আবু সাইদ, নজরুল ইসলাম, ইবাদুল, শহিদুল ইসলাম, শ্রী রনজিত, বাবু, রবিউল,নজিবুল্লাহ, রাসেল সহ বাজারের সকল ব্যবসায়ী-বৃন্দ। এ সময় সাধারণ ব্যবসায়ীদের কন্ঠভোটে কমিটি গঠন করা হয় এবং আগামী ১৭দিনের ভেতর পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

