সমাজের আলো : গণতান্ত্রিক বাম জোটের ডাকা হরতালকে ঘিরে পুরানা পল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকাল ৪টায় দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে বলে জানান নেতারা।

সোমবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে বেলা পৌনে ১২টায় এই ঘোষণা দেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক।
তিনি বলেন, শান্তিপূর্ণ হরতালে পুলিশ যেভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আমরা তীব্র নিন্দা জানাই। দেশব্যাপী সহিংসতার শিকার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে পল্টনে বাম জোটের নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরতাল সমর্থকদের ওপর পুলিশকে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে। সংঘর্ষে বাম জোটের আহত একজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *