সমাজের আলোঃ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার ভোরে ৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।
ভোর ৫টা ১০ মিনিটে মারা যান পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং সোয়া ৫টায় মারা যান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৫)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামান।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস হাওলাদাকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে। তারপরে মৃত্যু হওয়া মজিবর রহমান শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত মঙ্গলবার রাত ১০টায়। এ দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেন পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 
			 By Sardar Abu Syed
   By Sardar Abu Syed