শেখ সিরাজুল ইসলাম : খুলনার পাইকগাছায় আলমসাধু-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ২। মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টায় রাড়ুলীর কাটিপাড়ার ঋষি পাড়ার নিকটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টায় উপজেলার শ্রীকন্ঠপুরের মিজানুর রহমান শেখের পুত্র হাবিবুর রহমান (৩৫) ও স্ত্রী হেনা বেগম (২৫) বাঁকা বাজার থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক খায়রুল (২৫) কে নিয়ে গরু কেনার জন্য কাটিপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাটিপাড়ার ঋষি পাড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলমসাধুর চালক পালিয়ে যায়। এতে মটরসাইকেল চালক সহ যাত্রী স্বামী-স্ত্রী আহত হয়। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুমেক হাসপাতালে নেয়ার পথে হাবিবুরের মৃত্যু হয়। বাকী দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে জানতে চাইলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ সফি মুঠোফোনে সমাজের আলোকে বলেন, এঘটনায় এখনো কোন মামলা হয়নি, তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও আলমসাধু আটক করা হয়েছে।

