পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ হোসেন তাকে গ্রেফতার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আসমত সানার ছেলে মিনারুল সানা(৪৫) এর নামে ২০২০ সালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আসমতউল্লাহ গাজী বাদী হয়ে চেক প্রতারনা মামলা করে। সে মামলায় বিজ্ঞ বিচারক মিনারুলকে দোষী সাব্যস্ত করে ২০২৩ সালে মে মাসে ২ বছরের সাজা দেন। ওই মামলায় তিনি পালাতক ছিলেন। শুক্রবার রাতে সহকারী উপ-পুলিশ পরিদর্শক শেখ পলাশ হোসেন তাকে গ্রেফতার করেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

