পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।

দলিত ও পল্লী দলিত সংস্থার উদ্যোগে শনিবার সকালে সংস্থার কার্যালয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিবুপদ দাসের সভাপতিত্বে ও সন্দীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজান আলী শেখ, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা বাবলু রহমান, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রভাষক রতন কুমার দত্ত, পিডিএস এর কোষাধ্যক্ষ অমল কুমার দাস, আ’লীগ নেতা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, পিডিএস এর কনসালটেন্ট শুকদেব কুন্ডু, মধুসূদন মন্ডল, অসীম কুমার দাস, পল্লী চিকিৎসক সরজিত দাস, অমর কান্তি ঘোষ, জয়ন্ত দাস প্রমূখ।
অনুষ্ঠানে ৩০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান ও ১০০ জন দরিদ্র কৃষকের মাঝে বৃক্ষ প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *