সমাজের আলো : পাইকগাছায় চলন্ত ট্রেন থেকে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। প্রচন্ড ভয় ও উদ্বেগ নিয়ে চলাচল করছে ভ্যানের মহিলা যাত্রীরা। পর পর দু’ শুক্রবার পৃথক দু’ভ্যান যাত্রী মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মটর সাইকেল চেপে এসে ছিনতাই করে দ্রুত পালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত শুক্রবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে পাইকগাছা লোনা পানি কেন্দ্রের সামনে সদ্য জনৈকা নববধূর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে ২ এপ্রিল প্রথম ঘটনাটি ঘটে উপজেলার কাঁটাখালী ও শিববাটী ব্রীজের মধ্যবর্তী স্থানে। ছিনতাইকারীরা উপজেলার মটবাটী গ্রামের ভরত চন্ন্দ্র মন্ডলের বৃদ্ধা স্ত্রীর গলা থেকে ঐ চেইন ছিনতাই করে। ঘটনার শিকার ঐ ভ্যানযাত্রী জানান, ভ্যানে আগে থেকেই যাত্রীবেশে অবস্থান করছিল অজ্ঞাত পরিচয় এক শিশু ছিনতাই কারী। ঘটনাস্থলে ভ্যানটি পৌছানো মাত্রই একটি মটর আসে। এরপর যাত্রীবেশী অল্প বয়সী ছিনতাইকারী বৃদ্ধার গলা থেকে চেইনটি ছিড়েই উঠে মটরসাইকেলে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। করোনামহামারীতে ঈদকে সামনে রেখে অভিনব পন্থায় দু’দুটি চুরির ঘটনা এলাকাময় রীতিমত উদ্বেগ ছড়াচ্ছে।

