সমাজের আলো : বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে পাওনা টাকা ফেরৎ পাওয়ার আশায় ঘুরছে দীর্ঘদিন।আজ কাল দিবো বলে কালক্ষেপণ করে পার হয়েছে ১০ টি বছর।পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটার সিলেমানপুর গ্রামের আয়ুব আলী ভিক্ষুকের ছেলেকে সরকারী চাকরীর ব্যবস্থার কথা বলে ২ লক্ষ টাকা দাবী করে।ছেলের একটি সরকারী চাকরী আশায় মা মাছুরা তার গরু-ছাগল এবং জমি বিক্রি করে ১ লক্ষ ৭০ হাজার টাকা আয়ুব আলীকে দেয়।কিন্তু সে চাকরী দিতে পারেনি। তারপর টাকা ফেরৎ দেওয়া নিয়ে টালবাহানা শুরু করে।ভিক্ষুক মাছুরা বেগম (৬৫)’র বাড়ি আশাশুনি থানার ব্রক্ষ্যরাজপুর মাছখোলা গ্রামে।

এমনতবস্থায় তিনি শরণাপন্ন হন ওসি মো:জিয়াউর রহমানের।কান্নাজড়িত কন্ঠে ওসিকে জানান আমি খুব অসহায়। ভিক্ষাবৃত্তি করে কোনোমতে দু-বেলা খেয়েপরে সংসার চলে।পাওনা টাকা ফেরৎ পাওয়ার আশায় প্রতি মাসে সাতক্ষীরা থেকে পাইকগাছা আসি কিন্তু কোনো সমাধান হচ্ছে না।বিস্তারিত ঘটনা শুনে তিনি আয়ুব আলীকে ডাকেন। সে মোতাবেক ওসির মাধ্যমে শনিবার সকালে নগত ২০ হাজার টাকা ফেরৎ দেন এবং বাকি টাকা তিনমাস পর পরিশোধ করবেন বলে কথা দিয়েছেন।

মাছুরা তার টাকা ফিরে পাওয়ায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *