পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় স্ত্রীর উপর অভিমান করে হাফেজ মুসা সরদার (৩৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রাড়ুলি ইউনিয়নের মৃত সুলতান সরদারের ছেলে।
এলাকাবাসী ধারনা করছেন, প্রায় দুমাস আগে তার একমাত্র সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ী থেকে ঝগড়া করে চলে যায়। দীর্ঘদিন বাড়ীতে ফিরে না আসায় বাড়ীতে একাকা বসবাস করছিল সে। পুলিশ বলছে ২ থেকে ৩ দিন আগে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। বৃহষ্পতিবার দুপুরে তার ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা ঘরের ভেতর উঁকি দেয়। এসময় ঝুলন্ত লাশটি দেখে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে । সুরতহাল রিপোর্ট তৈরী করেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান।
