সমাজের আলো : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ২০ দিন পর চাঞ্চল্যকর ভ্যানচালক মোহসীন আলী (২২) হত্যারহস্য উদঘাটন করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২ ফেব্রুয়ারী নিহতের বন্ধু উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবু তালেবের ছেলে সাখাওয়াত হোসেন জিয়া (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী সান্তাহার ইয়ার্ড কলোনির ভাঙ্গারি ব্যবসায়ী শ্রী প্রদীপ চন্দ্রকে (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিহত মহসীন আলী উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

