সমাজের আলো। সীমান্তে তুমুল সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে বহু সেনা হতাহতের খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, দুই শতাধিক তালেবান যোদ্ধা ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের হত্যা করেছে তারা। পাশাপাশি আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানের অতর্কিত হামলায় নিহত হয়েছে পাকিস্তানের ২৩ সেনাসদস্য। তবে রয়টার্স এক খবরে বলছে, তালেবান সরকার কোনো ধরনের প্রমাণ ছাড়াই দাবি করেছে যে, তাদের হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *