শাহীন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : র‍্যাব (৬ )গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে রোপনকৃত ছোট-বড় গাজা গাছ উদ্ধার করেছে। তালা উপজেলার অচিমতলা ভারসা গ্রাম থেকে গত মঙ্গলবার ( ১০মে) দুপুর দুই টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব (১এর )কোম্পানি কমান্ডার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেন।

এ সময় দীর্ঘদিন ধরে রোপন ও পরিচর্যা করা সাতটি গাজা গাছ আসামি নিজ হাতে তুলে দেন র‍্যাব সদস্যদের হাতে। পরে র‍্যাব গাছগুলি আলামত হিসেবে জব্দ করে।পাটকেলঘাটা থানায় গাঁজা গাছ সহ আসামিকে হস্তান্তর করে।অভিযোগ সূত্রে জানা গেছে, ভারসা মোড়ল পাড়া জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে আসামি খলিলুর রহমান( ৪০) নিজের পাটক্ষেতে একই সাথে মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ করেছিল সে ভারসা গ্রামের বদরুদ্দীন সরদার এর ছেলে।এ বিষয়ে র‍্যাবের এসআই মনিরুল হাসান বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।পাটকেলঘাটা থানার এসআই শাহিন সালাউদ্দিন জানান,বুধবার সকাল(১১)টায় আসামিকে আদালতে প্রেরণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *