সমাজের আলো:- সাতক্ষীরার পাটকেলঘাটা থানা থেকে আন্তজিলা মোটরসাইকেল চক্রের ৪ সদস্যসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে পাটকেলঘাটা থানার পুলিশ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখোলা রাস্তার উপর থেকে চার চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেও সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখুলা গ্রামের সালাম সরদারের ছেলে মোঃ ইব্রাহিম,একই গ্রামের গফফার সরদার ছেলে মো: নাইম হোসেন(১৯), থানা এলাকার তৈলকুপি গ্রামের মান্নান গাজী ছেলে আরিজুল গাজী(২২)নোয়াকাটি গ্রামের আসাদুলের ছেলে জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল(২০) ।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার না দেবনাথ জানান যে এলাকায় গত কয়েকদিন ধরে মোটরসাইকেল চুরি হচ্ছে। পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায় আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা এলাকা থেকে ৪ চোরকে গ্রেফতার করা হয় ।তাতে দেওয়ার তথ্য মতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এ ঘটনায় পাটকেলঘাটা থানা একটি মামলা হয়েছে
