সমাজের আলো : কেশব চন্দ্র সাধুর শ্যালক কাত্তিক চন্দ্র সাধুর একটি ব্লু রংঙের এ্যাপাসি মোটর সাইকেল সাতক্ষীরা ল- ১২-২১২৪ চুরি হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় কুমিরা সোনালী ব্যাংকের নিচ থেকে গাড়ীটি চুরি হয়ে যায়।
কাত্তিক চন্দ্র জানান গাড়ীটি রেখে টাকা জমা দিয়ে পরক্ষনে এসে আর গাড়ীটি পাওয়া যায়নি। এ ব্যাপারে কাত্তিক চন্দ্র পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া গাড়ীটি উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।

