সমাজের আলো : সাতক্ষীরার পাটকেলঘাটা পার কুমিরা বধ্য ভূমিতে ৩৫ লাখ টাকা ব্যয়ে শহীদদের স্মৃতি রক্ষার্থ স্থাপন করা হলো গণহত্যা স্মৃতিস্তম্ভ। ১৯৭১ সালের ২৩ এপ্রিল ৭৯জন নিরীহ মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন নৃশংসভাবে পুড়িয়ে ও গুলি করে হত্যা করে। যশোরের অভয়নগর ও খুলনার ফুলতলা এলাকা থেকে আগত আশ্রিতসহ স্থানীয়দের প্রকাশ্যে দিন দুপুরে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে।এছাড়া স্থানীয়দের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এ পৈশাচিক হত্যাকান্ডে নিহতদের মধ্যে কয়েকজনকে তাদের পরিবারের লোকজন নিয়ে যায়। বাকী অপরিচিতদের লাশ তৎকালীন পার-কুমিরা দাতব্য চিকিৎসালয়ের সামনে গর্তের মধ্যে স্থানীয়রা মাটি চাপা দিয়ে রাখে। সেদিনের সেই লোহমর্ষক ঘটনা এলাকাবাসি আজও ভুলতে পারেনি।
নির্মম এ হত্যাকান্ডের পর প্রতি বছর ২৩ এপ্রিল নিহতদের পরিবার ও রাজনৈতিক সংগঠন নিহতদের স্মরনে পুষ্প অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে থাকে। তারা প্রতিবার গণকবর স্থলে একটি স্মৃতিস্তম্ভ করার দাবীতে সোচ্চার হয়। ১৯৯২ সালের ২৪ মে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাশিপুর যাওয়ার পথে পারকুমিরা বধ্যভুমিতে স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রুতি দেন।শহীদ পরিবারের সন্তান তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম সেদিনের সেই বর্বরোচিত হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, সেদিন ছিল শুক্রবার। মসজিদে জুমার আজান হচ্ছিল। এ সময় পাটকেলঘাটা থেকে পাকিস্তানী হায়েনারা পারকুমিরায় গিয়ে আলোচনার কথা বলে নিরীহ গ্রামবাসীকে একত্রিত করে। এ সময় সহজ সরল গ্রামবাসীর উপর নির্বিচারে ব্রাশফায়ার চালালে ঘটনাস্থলেই ৭৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে যশোর নওয়াপাড়া, খুলনার ফুলতলা, চুকনগর, ডুমুরিয়া, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার কয়েকজন শরণার্থীও ছিলেন।
সেদিন যারা শহীদ হন তাঁদের কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবেই পাওয়া যায়। এরা হলেন-তালা উপজেলার পুটিয়াখালী গ্রামের শেখ আব্দুর রহমান, শেখ আলাউদ্দীন, শেখ সামছুর রহমান, শেখ বদরুদ্দীন, মো. সালমত আলী, শেখ ফয়জুল ইসলাম, আজিজুর রহমান, শেখ বিলায়েত আলী, সাজ্জাত আলী প্রমুখ। শহীদদের অনেককেই পারিবারিকভাবে দাফন করা হয়। যাদের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে পারকুমিরার ঐ বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়। পরবর্তীতে মতিলাল কু-, ননীলাল কু-ু, দীলিপ কু-, ডা. মণিন্দ্রনাথ সরকার, মুরারীমোহন কু-ু, গোষ্ঠ কু-ু, গোপাল কু-ু, শচীন দে, মোহনলাল কু-ু, রণজিৎ কু-ু, খোকন কু-, জীবন কু-ু, বিমল কু-, মনোরঞ্জন কু-ু, খগেন কু-ু, ফ্যাকা কু-ু, ননী কু-ু, দীলিপ কু-ু, গোবিন্দ কু-ু, কানাইলাল কু-, প্রতিমা কু-ু, মনোঞ্জন কু-, হারাধন কু-ু, শৈলেন কু-ু, কৃষ্ণভূষণ কু-ু, গোষ্ঠ বিহারী কু-ু, পাগল কু-, নিমাই সাধু, হায়দার আলী, আবদুর রউফ বিশ্বাস, দীনবন্ধু সরদার, অনীল দাস, ষষ্টিপদ কু-ু, সাজ্জাদ আলী শেখ, হরিবিলাস দত্ত, হাজু ঋষি, মহেন্দ্রনাথ সরকার, পরিমল ম-লসহ অনেকেরই পরিচয় মেলে।তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোসলেম উদ্দীন জানান ২০১৯ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় একটি স্মৃতিস্তম্ভ করার জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই অনুযায়ী ২ বছরের মধ্যে অর্থাৎ ২০২১ সালে কাজটি শেষ করার কথা থাকলেও এরই মধ্যে কাজ শেষ হয়ে গেছে। তিনি বলেন, আগামী ২০২২ সালের ২৫ মার্চ অথবা ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হতে পারে বলে তিনি জানান।

