শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুমিরা গ্রামে অভিনব কায়দায় বিল্ডিং এর ২য় তলার ঘরের জানালা কেটে নগত টাকা, স্বর্ণালংকার, হোন্ডা মটরসাইকেল সহ প্রায় ৪ টন অর্থাৎ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায় খবর পেয়ে ঐ রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, গতকাল গভীর রাতে কুমিরার চারা বটতলা নামক স্থানে দুধর্ষ এই ডাকাতির ঘটনাটি ঘটে। বাড়ীর মালিক গিয়াসউদ্দীন এর শ্যালক আকরাম হেসেন সাংবাদিকদের জানান এলাকায় অজ্ঞাত একটি পিকআপ ঘুরাঘুরি করার সময় টহলরত পুলিশ সন্দেহজনক ভাবে পিকআপ সহ ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। গতকাল গভীর রাতে একদল ডাকাত দল ঘরের দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে ভিতরে ঢোকে। এ সময় ডাকাত দল বাড়ীর সবাই কে অস্ত্রের মুখে জিম্মি করে চোক মুখ বেধে আটকিয়ে রাখে। ঐ বাড়ীর গৃহিনী তাহেরা বেগম ২৫ জানান, ডাকাতরা ঘরে ঢুকে আমার স্বামীর চোখ মুখ বেধে জীবন নাশের হুমকি দিয়ে আলমারি সহ সব চাবি চাই। জীবনের ভয়ে তখন সব চাবি ডাকাতদের হাতে তুলে দেয়। তারা ঘরে থাকা নগত টাকা স্বর্ন অলংকার এবং একটি হোন্ডা মটর সাইকেল সহ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বাড়ীর ছোট ছেলে ছালমান জানান আমাদের বাড়ীর সব সিসি কামেরা ভেঙ্গে ডাকাতরা ঘরে ঢুকেছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহমুদ হোসেন জানান, আমরা ৩জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি এবং সংঘবদ্ধ ডাকাত দলতে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
