পাটকেলঘাটা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারন অর রশিদ ডিগ্রি কলেজের সন্নিকটে খুলনাগামী মাছবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার আনারুল ইসলাম আহত হন। এ সময় যানবাহনের মুখোমুখি সংঘর্ষে যানবাহন দুটি দুমড়ে মুচড়ে যায়।
রবিবার বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগে সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় দুর্ঘটনার বিষয় স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
