যশোর অফিস : আজ সকালে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামে পানচুরির প্রতিবাদ করায় রেজাউল (২৫), সিরাজুল (২২) ও ইবাদুল (১৭) নামে তিনসহদরকে মারপিট করে গুরুতর আহত করেছে আব্দুল্লার পরিবার। আহত ওই তিন সহোদরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বাবা আব্দুর রহিম বিশ্বাস অভিযোগ করে বলেন, পারখাজুরা গ্রামে আমার বাড়ির পাশে আমার পানের বরজ।আজ বুধবার সকালে একই গ্রামের আব্দুল্লাহ মাস্টারের ছেলে হাসান বরজ থেকে পান চুরি করে। এঘটনার প্রতিবাদ করায় আব্দুল্লাহ ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন এসে আমার তিন ছেলেকে মারপিট করে গুরুতর অাহত করে।পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে অাসি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, পারপিটের ঘটনায় আহত তিনজনই এখন শঙ্কামুক্ত। মনিরামপুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন এরকম ঘটনা অামার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

