সমাজের আলো রিপোর্ট: আমাদের দেশের বর্তমান সমাজে প্রেম করাটা যেন ছেলেখেলায় পরিনত হয়েছে। শুধু কথার কথা বলছি না, চোখে আঙুল দিয়ে এই তথ্যের সত্যতা দেখিয়ে দেয়া সম্ভব যেকোনো সময়, যেকোনো জেলায়। প্রাইমারি স্কুলের ছেলে-মেয়ে প্রেম করে, ইটিশ পিটিশ করে পেট বাঁধিয়ে ফেলার মতো ঘটনাও রয়েছে অদূর ইতিহাসের পাতায়।তো এই প্রেমগুলো সবসময় চূড়ান্ত পরিনতি অর্থাৎ বিয়ে অব্দি গড়ায়না। বেশিরভাগ সময়েই দেখা যায় প্রেমিক প্রেমিকার মধ্যে যেকোনো একজনের রুচি পরিবর্তন হয়ে যায়। পুরানো সঙ্গীকে আর আগের মতো আকর্ষনীয় বা আকাঙ্ক্ষিত মনে হয়না। ফলাফল, ব্রেক আপ। আবার অনেক সময় প্রেমিক-প্রেমিকা দুজনেরই রুচি পরিবর্তন হয়ে যায়। দুজনের সম্মিলিত সিদ্ধান্তে হয় ব্রেক আপ। কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার পরিবার বাঁধা হয়ে দাঁড়ায়। এখানেও ফলাফল ব্রেক আপ।কিন্তু, সবসময় কি পরিবারের সিদ্ধান্ত মেনে নেয় প্রেমিক-প্রেমিকারা? উত্তরটা হচ্ছে, না। মেনে নেয় না। প্রেমের প্রচন্ড টানে একসময় তারা ঘরছাড়া হয়। বেছে নেয় পালিয়ে বিয়ে করার পথ। প্রেমের মোহে পরিবারকে তখন তুচ্ছ মনে হয়। প্রেম সাগরের বিশাল ঢেউয়ের মাঝে পরিবার যেন সামান্য কচুরিপানা, যা কখনোই ওই প্রেমের ঢেউ আটকে রাখতে পারেনা।এখন আমাদের ব্যাপারটা হচ্ছে, পালিয়ে বিয়ে করার প্রবণতা সবচেয়ে বেশি কাদের? কারা পালিয়ে বিয়ে করার প্রতি বেশি প্রলুব্ধ হয়? কেন হয়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গত দশ বছর যাবৎ একটি গবেষণা করেছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের (WHO) একজন বিশেষ প্রতিনিধি। সম্প্রতি সেই প্রতিনিধির প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, পালিয়ে বিয়ের ক্ষেত্রে শতকরা প্রায় ৮৯.৭৪ শতাংশ ক্ষেত্রে প্ররোচকের ভূমিকা পালন করে মেয়েরা অর্থাৎ প্রেমিকারা। আর অবাক করা বিষয় হলো, এ ধরনের মেয়েদের হার সবচেয়ে বেশি ফরিদপুরে।

