সমাজের আলো : যখন ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে তখনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।রয়টার্স জানায়, এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।বেনেটের মুখপাত্র রয়টার্সকে আরও জানায়, শনিবার পুতিনের সঙ্গে আলোচনা শেষে ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন বেনেট। তবে কী কথা হয়েছে তার বিস্তারিত জানাননি তারা।
বেনেট যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার মাধ্যমে সুরাহার চেষ্টা চালাচ্ছেন বলেও জানায় ইসরায়েলি কর্মকর্তারা।পুতিনের সঙ্গে কথা বলা শেষে তিনি বার্লিনের উদ্দেশে রওনা হন চ্যান্সেলর অলাফ শলজের সঙ্গে কথা বলতে।এদিকে এর আগে এক ভিডিও বার্তায় আবারো রুশ বাহিনীকে প্রতিরোধে ইউক্রেনের মানুষকে লড়াইয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। এসময় মানুষদের নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার ডাক দেন তিনি।
তিনি বলেন, যারা যারা আমার কথা শুনছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজেদের অধিকারের জন্য লড়াই করুন। তারা নিরীহ মানুষের ওপর বোমা মারছে। আমাদের শিশুদের হত্যা করছে। স্কুল-কলেজ সব জায়গায় হামলা চালাচ্ছে।
এদিকে, ইউক্রেনে রুশ অভিযানের পর দেশটিতে অন্তত সাড়ে তিনশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন সাতশোর বেশি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর।

