সমাজের আলোঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে তার আবাসনের সঙ্গে খোঁড়া হয়েছে একটি জীবাণুনাশক সুড়ঙ্গ। মস্কোর বাইরে পুতিনের সরকারি আবাসনে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে ওই সুরঙ্গ দিয়ে প্রবেশ করতে হয়। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, সুড়ঙ্গটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আরআইএ। তাতে দেখা যায় মুখে মাস্ক পরিহিত ব্যক্তিরা ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করছেন। সুড়ঙ্গটির উপরিভাগ ও দেয়াল থেকে চারপাশে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। আরআইএ জানায়, এ তরল জীবাণুনাশক থেকে সুরঙ্গে প্রবেশকারী প্রত্যেকের পোশাক ও উন্মুক্ত অংশও বাদ পড়ে না।
গত এপ্রিলে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। এর এক মাস পর জানা যায়, পেসকভ নিজেই ভাইরাসটিতে আক্রান্ত।

