রাকিবুল হাসান ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালীতে শত্রুতার জের ধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালীর আদিবাসী পাড়াতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফরহাদ হোসেন বাদী হয়ে ৯৯৯ কল করে চিকিৎসার জন্য পুলিশির সহায়তা চেয়ে মোবাইল ফোনে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেন ,এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী ফজলুল হক খোকনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের পূর্ব কৈখালী মামুন কয়াল ও তার চাচা শরিফুল কয়াল ওরফে (নেদা) দীর্ঘদিন যাবত আলোচিত রতন হাবিবুল্লাহর ঘটনা মামলার সাক্ষী থাকায় এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে মামুন কয়াল ও নেদা কয়ালসহ ৪-৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ফজুলল হক খোকন ও তার দুই ছেলে ফরহাদ হোসেন বাবু ও রাজার উপর হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনা স্থলে ছুটে আসতে দেখে কুপিয়ে আহত করে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত খোকন জানান, কয়েক মাস আগে রতন হাবিবুল্লাহ হত্যা মামল স্বাক্ষী থাকার কারনে মামুন কয়াল ও তার চাচা সহ কয়েকজন আমার ও আমার দুই ছেলের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

