সমাজের আলো: এবার জন্মদাতা মা, বাবা করোনায় আক্রান্ত সন্তানকে কিছু টাকা ,পানি এবং পাউরুটি দিয়ে রাতের অন্ধকারে ফেলে চলে গেলেন বাঁশঝাড়ে মধ্যে। করোনার বড়ই নির্মম তার চেয়েও নিষ্ঠুর এই পিতা,মাতা ভাবা যায় না। তারা কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবেন? তাহলে এমন কিভাবে হতে পারে। প্রতিদিনের মতোই ফজরের নামাজ শেষ হাঁটছিলেন ১বৃদ্ধ মা। হঠাৎ করে দূরে তার চোখ পড়ে কাপড় মোড়ানো কি একটা যেন। কৌতূহলী জাগলো দেখার। দেখতে পেলেন ফুটফুটে চাঁদের মত এক ছেলে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। অচেনা বৃদ্ধা মা’ প্রতিবেশীদের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানালেন । প্রশাসন চলে আসলেন, তড়িৎ গতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় দ্রুত এম্বুলেন্স এনে ১৪ বছরের বালকে কাশিয়ানী হাসপাতালে নেন ।ছেলেটির সাথে সাথে কথা বলে জানতে পারেন, যে তার নাম রাকিব, পিতার নাম – কাওসার শেখ, গ্রাম- মল্লিকপুর, উপজেলা- লোহাগড়া। তার জন্মদাতা মা-বাবা গভীর রাতে তাকে এ বাঁশঝাড়ে মধ্যে রেখে চলে গেছে ।ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ছেলেটির আশু রোগ মুক্তি কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন,প্রশাসন,ডাক্তারসহ এলাকা বাসি।

