সমাজের আলো : সমাজে নারীর ক্ষমতায়ন প্রকাশিত হয় নারীদের রাজনীতিতে অংশগ্রহণে, কর্মক্ষেত্রে, খেলাধুলায় এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। ধর্মীয় সাম্প্রদায়িকতাহীন রাজনৈতিক পরিবেশে নারীর ক্ষমতায়ন দ্রুততর হয়। নারীর ক্ষমতায়নের সঙ্গে যুক্ত আছে দেশে প্রবৃদ্ধির হার কী হবে, সর্বজনীন মানবাধিকার কতটা গভীরতা পেল এবং পরিশীলিত মুক্তমনা প্রজন্ম তৈরিতে আমরা কতটা সফল হচ্ছি। তেমনি সাতক্ষীরা শ্যামনগর উপকূলের প্রান্তিক নারী ক্ষমতায়ন ও নেতৃত্ব উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের আয়োজনে একশন এইড এর সহযোগিতায় নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের রাইসুল ইসলামের সঞ্চালন বক্তব্য রাখেন ড.আব্দুল মান্নান প্রধান শিক্ষক নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আক্তার হোসেন পরিচালক শ্যামনগর ফুটবল একাডেমী, শেফালী পারভীন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, প্রান্তিক নারীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে চর, হাওর এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু বিপদাপন্ন সম্প্রদায়ের প্রয়োজনে রিকল প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে।
প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো জলবায়ু বিপদাপন্ন এলাকায় নারীর ক্ষমতায়ন এবং তাদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, অভিঘাত ও দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা পর্যায়ে নাগরিকদের সর্বোপরি অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং তাদের দক্ষতামূলক জ্ঞান বৃদ্ধির জন্য কাজ করা।

