সমাজের আলো : ভাইয়ের বন্ধুর সঙ্গে ফোনে পরিচয়, তারপর প্রেম। আর সেই প্রেমই কাল হলো মেয়েটির জীবনে। প্রেমের ১৫ দিনের মাথায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো তাকে।ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার। এ ঘটনায় শুক্রবার (১৭ ডিসেম্বর) অভিযুক্ত সাহিরুদ্দিন চৌধুরী (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান জেলার ভাতার থানা পুলিশ।অভিযুক্ত আরেকজন শেখ মো. আমির ওরফে শেখ ফজল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।পুলিশ বলছে, গ্রেফতার সাহিরুদ্দিন পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা গ্রামের বাসিন্দা। তিনি একজন অটোরিকশা চালক।কিশোরীর মামার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে তার ভাগ্নিকে ডেকেছিলেন সাহিরুদ্দিন। তারপর তাকে অটোরিকশায় করে একটি নির্জন মাঠে নিয়ে যান। সেখানে এক যুবকের সঙ্গে মিলে তার ভাগ্নিকে ধর্ষণ করেন সাহিরুদ্দিন।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ওই কিশোরীকে মাঠে ফেলে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্তরা। ওই দিন রাতেই মেয়েটির মামা ভাতার থানায় দুই যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।

