সমাজের আলো : ফরিদপুর জেলার নয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম।রোববার (৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন মো. জামাল পাশা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ফাহিমা কাদের চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল), মো. সুমিনুর রহমান সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল), সুমন কর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) প্রমুখ।

জানা যায়, জিয়ারুল ইসলাম ২০২১ সালের ২৮ আগস্ট চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি থানা কম্পাউন্ডকে নান্দনিকভাবে সাজিয়েছেন। মাদকের বিরুদ্ধে নিয়েছেন কঠোর অবস্থান। সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।

জিয়ারুল ইসলাম বলেন, পুরস্কার কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবার দোয়া কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *