সমাজের আলো: অবশেষে বন্ধ করা হয়েছে কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের দখল করে ঘর নির্মাণ কাজ।এ বিষয়ে সমাজের আলো নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা’র নজরে পড়ে দখলের এ ঘটনাটি।তাৎক্ষণিক হস্তক্ষেপে স্থগিত হলো বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে নির্মাণাধীন অবৈধ স্থাপনার নির্মাণ কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে তরকারি ও মাছ বাজার সংলগ্ন ৪ তলা পাকা ঘর সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করে স্থানীয় বাকসা গ্রামের মিজানুর রহমান (৫৫) ও মহসিন আলী (৪৫) । পরে বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা’কে জানানো হলে তিনি ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
পরবর্তীতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়নের সমন্বিত ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ অবৈধ স্থাপনা নির্মাণ কার্যক্রম স্থগিত করেন ও পরবর্তীতে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের সমন্বিত সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় জানান,কলারোয়া উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল আমি এবং আমার অফিস সহকারী সুজাউদ্দিন মিঠু বালিয়াডাঙ্গা বাজারে গিয়েছিলাম এবং তাৎক্ষণিক ভাবে কাজ বন্ধ করে দিয়েছি।অভিযুক্তরা সেখান থেকে কিছু মালামাল সরিয়ে নিয়েছে ।

