সমাজের আলো : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার (১৩ জুন) সকালে তার জ্বর আসে। এ নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানান।ওই চিকিৎসক বলেন, ‘সকাল থেকে ম্যাডামের (খালেদা জিয়া) শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিল। বিকেল থেকে তাপমাত্রা একশ’র মধ্যে ওঠা-নামা করছে। মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।’

