সমাজের আলো : ফেসবুকের বিপজ্জনক সংগঠন ও ব্যক্তির গোপন তালিকা ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি বুধবার বেনারের কাছে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির “কাউন্টারটেররিজম অ্যান্ড ডেঞ্জারাস অর্গানাইজেশন্স” এর নীতি সম্পর্কিত বিষয়ক পরিচালক ব্রায়ান ফিশম্যান।ফাঁস হওয়া তালিকায় থাকা বাংলাদেশি সংগঠন ও এক ব্যক্তি হলো: আল মুরসালাত মিডিয়া, ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাতুল জিহাদ-ই-ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এবং জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।

এই সংগঠনগুলোর মধ্যে চারটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও আল মুরসালাত মিডিয়া এখনও নিষিদ্ধ নয়। সংগঠনটি খুব একটা পরিচিতও নয় বাংলাদেশে।তবে ইসলামিক স্টেটস বাংলাদেশ নামে বাংলাদেশে কোনো সংগঠন নেই বলে দাবি করে আসছে সরকার। সরকারের বক্তব্য হচ্ছে, স্থানীয়ভাবে গড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলো ইসলামিক স্টেটের নাম ব্যবহার করে নিজেদের নাম ছড়াতে চায়।ফেসবুকের ওই তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি জেএমবির সঙ্গে সম্পৃক্ত বলে চিহ্নিত করা হয়েছে ওই তালিকায়।

ফেসবুক পরিচালক ব্রায়ান ফিশম্যান বেনারকে বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী সন্ত্রাসী গোষ্ঠী, ঘৃণা-বিদ্বেষ প্রচারণা গ্রুপ অথবা অপরাধীচক্র আমাদের মাধ্যমটি ব্যবহার করতে পারে না। সেই অনুযায়ী এসব গ্রুপের প্রশংসা, সমর্থন অথবা প্রতিনিধিত্ব করে এমন কোনো পোস্ট আমাদের নজরে আসার সাথে সাথে আমরা সেগুলো সরিয়ে ফেলি।”ব্রায়ান বলেন, “এই নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবে আমাদের প্রতিষ্ঠানে ৩৫০ জন বিশেষজ্ঞ রয়েছেন, যাঁরা এই সংগঠনগুলোকে এই মাধ্যম থেকে সরিয়ে ফেলতে এবং সম্ভাব্য হুমকিগুলোকে চিহ্নিত করতে কাজ করেন।”

তিনি বলেন, “এই নীতির আলোকে আমরা ইতোমধ্যে ২৫০টি শ্বেতাঙ্গ উগ্র জাতীয়তাবাদী গ্রুপসহ কয়েক হাজার গ্রুপকে এই প্লাটফরমে নিষিদ্ধ করেছি। নতুন নতুন গ্রুপের আবির্ভাবের কথা মাথায় রেখে আমরা এই তালিকা হালনাগাদ করে থাকি।”ফাঁস হওয়া ফেসবুকের ওই গোপন তালিকা আমলে নিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *