ইয়ারব হোসেনঃ ফেসবুকে পোস্ট দিয়ে ফেঁসে যাচ্ছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্মময় মনির। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন এজাহার পেয়েছেন। উদ্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলারোয়া উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি সাগর হোসেন জানান,মন্মময় মনির তার ফেসবূকে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন। সেটি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রভাষক মন্মময় মনির যে উক্তি ব্যবহার করে পোস্ট করেছেন এটি মানহানিকর।দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছন জেনেশুনে। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।প্রভাষক মন্মময় মনির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

