সমাজের আলো।। নির্বাচনী প্রচারণায় গিয়ে বগুড়া শহরকে সিটি কর্পোরেশন ঘোষণা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু স্থাপন এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একইসঙ্গে, জামায়াত ক্ষমতায় এলে কাউকে বাদ দিয়ে নয়, বরং দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
জামায়াতের আমির বলেন, “আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই।”
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বগুড়ার উন্নয়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং অর্থনীতি নিয়ে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বগুড়াকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, তবে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।তিনি আরও বলেন, “যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের যে যৌক্তিক দাবি বগুড়া ও গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের, তা বাস্তবায়নে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবহেলিত আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম পুনরায় সচল করে সেখানে আন্তর্জাতিক খেলা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি।
দেশের অর্থনৈতিক সংকট ও দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমীর বলেন, “গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চেষ্টা করব পাচারকারীদের পেটের ভেতর হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের উন্নয়নের জন্য ব্যবহৃত হবে।”

