সমাজের আলো : বন্ধ বিদ্যালয়ের মাঠে চরছে মহিষ, বারান্দায় বাঁধা ছাগলছবি : সংগৃহীত
করোনা মহামারির কারণে বছরজুড়ে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বন্ধ থাকায় নেই পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের আনাগোনা। এতে স্কুলমাঠে জন্মানো সবুজ ঘাস আর খোলা জায়গা পেয়ে স্থানীয়রা বিদ্যালয়কে বানিয়ে ফেলেছেন গরু-ছাগলের চারণভূমি।রোববার (২৭ জুন) বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর উচ্চবিদ্যালয়ে এমনই চিত্র চোখে পড়ে।সেখানে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দায় কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। বারান্দায় ছাগলের বিষ্ঠার ছড়াছড়ি। বিদ্যালয়ের মাঠে দুটি মহিষও চরতে দেখা গেছে।শুধু হরিরামপুর উচ্চবিদ্যালয়েই নয়, মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দাতেও দেখা গেছে গরু-ছাগলের বিচরণ। উপজেলার বিনোদপুর বিদ্যালয় মাঠেও ৫-৭টি ছাগল চরতে দেখা যায়। বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখা গেছে কয়েকটি ছাগল।রাজশাহী আঞ্চলিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, বাঘা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৪টি, মাধ্যমিক বিদ্যালয় ৫৯টি, মাদরাসা ৯টি, কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ১০টি, কেজি স্কুল ১০টি ও কলেজ রয়েছে ২৪টি।দীর্ঘদিন বন্ধ থাকা বাঘার প্রায় প্রতিটি স্কুল ও কলেজেও একই অবস্থা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই দশা হয়েছে

