সমাজের আলো : দীপাবলিতে প্রদীপের আলোয় আলোকিত বরিশালের মহাশ্মশান। অফিসদী পাবলিতে প্রদীপের আলোয় আলোকিত বরিশালের মহাশ্মশান।
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী দীপাবলি উৎসব উপলক্ষ্যে প্রদীপের আলোয় আলোকিত হয়েছে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মহাশ্মশান। সন্ধ্যা নামার সাথে সাথে মোমের আলোয় আলোকিত হয়েছিল পুরো এলাকা। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে আলো জ্বেলে নানা উপহার ও ফুল দিয়ে সমাধী সাজিয়ে প্রার্থনা করেন স্বজনরা।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধিবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন।
তিনি আরও জানান, এ বছর তিথি অনুযায়ী বুধবার সকাল ৭টা ৫৫ মিনিট থেকে শ্মশান দীপাবলি তিথির সূচনা হয়। যা থাকবে বৃহস্পতিবার ভোর ৫টা ২২ মিনিট পর্যন্ত।প্রতিবছর ভূত চর্তুদশীর পূণ্য তিথিতে প্রায় দেড়’শ বছরের প্রাচীন ও দেশের অন্যতম বৃহৎ এ মহাশ্মশানে দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। করোনার কারণে গত বছর সীমিত পরিসরে এটি পালন করা হলেও এ বছর স্বাস্থ্যবিধি মেনে বড় পরিসরেই পালন করা হয়েছে এ আয়োজন।প্রায় ৬ একর জমির উপর অবস্থিত ঐতিহ্যবাহী এ মহাশ্মশানে ৬৫ হাজারের মতো সমাধি রয়েছে। এসব সমাধীতে শ্রদ্ধা জানাতে নেপাল ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ এসেছেন। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব এখানেই হয়ে থাকে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার জানান, উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় সাদা ও পোষাকধারী ২শ’র বেশি পুলিশ সদস্য নিয়োজিত আছেন।
