সমাজের আলো : ১৮ ডিসেম্বর আনুমানিক সকালে এমটি মনোয়ারা বয় নং ১৫ (জুলফিকার চ্যানেল) এর অদূরে গ্রাউন্ডিং করলে ওয়েল ট্যাঙ্কারটির সম্মুখভাগে ক্ষতিগ্রস্থ হয়। ব্যালাস্ট ট্যাংক এ ফ্লাডিং এর সূত্রপাত ঘটে। ট্যাংকারটি ভিএইহচএফ চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে। জানা যায়, ওয়েল ট্যাংকারটি (এমটি মনোয়ারা) গত ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় চট্রগ্রাম হতে ১৬ জন ক্রুসহ ১৫০০ টন ফার্নিশ তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করে। ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী অতি দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দূর্ঘটনা কবলিত ওয়েল ট্যাংকারের দিকে গমন করে। এরই মধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশান কোকিলমনি থেকে ০২টি উদ্ধারকারী দল, বোট ও সাবমার্সিবল পাম্পসহ ঘটনাস্থলের দিকে রওনা দেয়। অতিদ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে । কোস্ট গার্ড সদস্যের সহয়তায় জাহাজটির সম্মুখে সাবমার্সিবল পাম্প এর মাধ্যমে জরুরি ভিত্তিতে ডিফ্লাডিং আরম্ভ করা হয়। উল্লেখ্য যে, জাহাজে সর্বমোট ১৬ জন ক্রু শারীরিকভাবে সুস্থ আছে। এছাড়াও কোস্ট গার্ড কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে। বর্ণিত ট্যাংকার হতে তেল আনলোডের জন্য বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি উপযুক্ত খালি ট্যাংকার প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *