সমাজের আলো।। ভারতের চিকেন নেক’ নামে পরিচিত শিলিগুরি করিডোরের নিরাপত্তা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পুরনো বিমানঘাঁটি পুনরায় সচল করার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এসব ঘাঁটি বৃটিশদের তৈরি। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, প্রাথমিকভাবে জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবরি জেলায় অবস্থিত ঘাঁটি সচল করা হবে। ভারত সরকারের বিভিন্ন সূত্র বলছে, এই পদক্ষেপের মূল কারণ বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ের সম্পর্কের অবনতি। চিকেন নেক নিয়ে ভারত সরকারের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানি সেনাদের ঠেকাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কয়েকটি বিমানঘাঁটি স্থাপন করে তৎকালীন বৃটিশ ঔপনিবেশিক সরকার। সেসময় বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *