সমাজের আলো:  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪১২৭ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩লাখ ৪ হাজার ৫৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৮৫ টি।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন।

আর এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪২ জন ও বাড়ীতে ৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পুরুষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *