সমাজের আলো : দেশে পঙ্গুত্বের কারণ হিসেবে প্রথম এবং মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্রোক। অথচ রোগটি নিয়ে মানুষের মাঝে সচেতনতার অভাব যেমন রয়েছে তেমনি চাহিদার তুলনায় এগোয়নি চিকিৎসার সুবিধা। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো স্ট্রোক ইউনিট। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে, বাড়ছে মৃত্যুর মিছিল।মানুষের মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে অথবা ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের বিশেষ কিছু অংশের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়াই হলো স্ট্রোক। দেশে পঙ্গুত্বের কারণ হিসেবে প্রথম এবং মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে এ রোগটি।৫২ বছর বয়সী ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা বাবুল হোসেন। প্রায় এক মাস আগে সম্পূর্ণ সুস্থ মানুষটি কথা বলতে বলতে হয়ে পড়েন অসুস্থ। পরিবারের সদস্যরা প্রথমে বুঝতেই পারেননি বাবুল স্ট্রোক করেছেন।গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৭০ বছর বয়স্ক শুকুর আলী। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের পরামর্শে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে স্ট্রোক। তবে রোগ নির্ণয় আর চিকিৎসকের সেবা পেতেই কেটে যায় মহামূল্যবান সময়।রোগীর স্বজনেরা জানান, প্রাথমিক চিকিৎসা নিতেই ৮ ঘণ্টা পার হয়ে যায়। সময় মতো চিকিৎসা করাতে পারলে রোগী সুস্থ হয়ে যেতেন।চিকিৎসকরা বলছেন, স্ট্রোকের চিকিৎসায় প্রথম চার ঘণ্টা সময় খুব গুরুত্বপূর্ণ হলেও অনেকেই জানেন না বিষয়টি। আবার অনেক ক্ষেত্রে মানুষের ভ্রান্ত কিছু ধারণাও বিপত্তি ঘটায় স্ট্রোক চিকিৎসায়।

