সমাজের আলো।। নিয়ন্ত্রণে আসেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। সবমিলিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবুও নিয়ন্ত্রণে আসছে না আগুন। উল্টো সময়ের সাথে সাথে আগুনের তীব্রতা বাড়ছে। যদিও সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছিল আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণ পরে তীব্রতা আরও বেড়ে যায়।
শনিবার দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগার খবর জানায় ফায়ার সার্ভিস।
