শেখ সিরাজুল ইসলাম : মনে পড়ে গেল পল্লীকবি জসীমউদ্দীনের সেই আসমানীদের কথা।আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
বাড়ি তো-নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।ঠিক তেমনি এক বাড়ির সন্ধান মিলেছে পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে। অতিবৃষ্টিতে ঘরটি ধসে পড়লেও প্রাণে বেঁচে গেছে পরিবারটি।
পাইকগাছার রাড়ুলীতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেল তপন বিশ্বাসের পরিবারের চারজন। দুইদিন ধরে অতিমাত্রায় বৃষ্টির কারণে রাড়ুলীসহ দেশের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। রাড়ুলীর পশ্চিম মালোপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের তপন বিশ্বাস পেশায় একজন নাপিত। সামান্য আয়ের উপর নির্ভর করে পরিবারের চার সদস্যদের নিয়ে জীবন যাপন করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি।
তার মধ্যে আবার মরার উপর খাঁড়ার ঘাঁ, পৈতৃক ভিটায় মাত্র দুই শতক জমির উপর ছোট্ট একটা কুড়ি ঘর যে ঘরে তার বাবার মৃত্যুরপর হতে দীর্ঘ বিশ বছর বসবাস করছেন। এই পুরাতন ঘরে তপনের বাবাও বসাবস করে মৃত্যুবরণ করেন। সামান্য আয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরায়। কোন ভাবে ভাগ্যের চাকা উল্টোদিকে ঘুরাতে পারিনি তপনের পরিবার। তাই সম্ভব হয়নি ঘরটির সংস্কার অথবা নতুন করে ঘর বাধা।গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক (৩) টার দিকে এই কাঁচা ঘরটি প্রবল বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ ভেঙে পড়ে। তবে এ ঘটনায় পরিবারের কারো কোন শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। তপন বিশ্বাস বলেন যে ঘরের যে দেওয়াল ভেঙে পড়েছে সেই দেওয়াল যদি ঘরের মধ্যে পড়তো তবে আমার পরিবারের সকলে মারা যেত। তিনি আরো বলেন, আমার ছোট্র পেশা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছি ঘর তৈরি করা জরুরী তবে আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না, এই অবস্থার মধ্যে দিয়ে আমার ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে এখন কি ভাবে জীবন যাপন করবো সেটাই আমার জন্য বড় চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে, আমার এই বিপদে সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাকে এই মানবতার জীবন যাপন থেকে মুক্তি দেয়ার জন্য, আমাকে ও আমার পরিবারের দিক বিবেচনা করে সরকারি সাহায্যের মাধ্যমে আবাসনগত সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা গ্রহন করার জন্য। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত হত দরিদ্র অসহায় পরিবারটি খুলনা জেলা প্রশাসক, পাইকগাছা কয়রা আসনের মাননীয় সংসদ সদস্য, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা নির্বাহি অফিসার মহোদয় সহ জনপ্রতিনিধিদের কাছে সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *