সমাজের আলো।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরণের সংকট না হলে বা বিপর্যয়কর কোনো পরিস্থিতি তৈরি না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছে।
শুক্রবার(৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের নিজ বাড়ির পাশে সরদার পাড়া মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

