সমাজের আলো : এক কেজি ১৬০ গ্রাম সোনা ও একটি মটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্ত এলাকা থেকে সোনাসহ বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটককৃত সোনা চোরাকারবারি নাম জুলফিকার আলি জুল। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামে।
এ সময় পালিয়ে গেছে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের হাছানুরজ্জামান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ পিএসসি জানান,গোপনে সংবাদ আসে চোরাকারবারিরা সোনা নিয়ে সাতক্ষীরা সীমান্তে অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর তিনি বৈকারি এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে সন্দেহভাজন এক মটরসাইকেল চালকসহ তাকে থামানো হয়। মটরসাইকেল তল্লাশী করে উদ্ধার করা হয় সোনা।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

